২১ আগস্টের নিহতদের ফুল দিয়ে আ’লীগের শ্রদ্ধা
প্রকাশিত : ২১ আগস্ট ২০২০
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ আগস্ট) সকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে এ শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজারো নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।