২১ আগস্ট গ্রেনেড হামলায় দশমিনায় স্বজনহারা মামুনের মা-বাবা

প্রকাশিত : ২০ আগস্ট ২০২০

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: ২০০৪ সালে ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দেশরতœ শেখ হাসিনা ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে গ্রেনেড হামলা ঘটনায় নিহত পটুয়াখালীর দশমিনার মামুনের প্রবীন মা-বাবা আজ স্বজনহারা। চার কন্যাসহ মামুন মৃধাকে নিয়ে ৫ সন্তানের মা মোর্শেদা বেগম ও বাবা মোতালেব মৃধা দম্পত্তি। যৌবনে কৃষিজ মজুরের কাজ করলেও ছেলেকে উচ্চশিক্ষিত করার আশা নিয়ে রাজধানী ঢাকায় স্বমিলে শ্রমিকের কাজ নেয় মোতালেব মৃধা।

পশ্চিম আলীপুর ব্রজবালা রায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা সমাপ্তে কবি নজরুল ইসলাম কলেজে ভর্তি করেন ছেলে মামুনকে। ছাত্রলীগকর্মী মামুন ২০০৪ সালে ২১ আগস্ট নেত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত হলে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় চালিত গ্রেনেড হামালায় নিহত হয়। মোর্শেদা-মোতালেব দম্পত্তি চার কন্যা ইতিমধ্যে বিয়ে দিলে স্বামী সংসারে চলে যায়।

এদিকে, মামুনের মা-বাবা বয়সের ভারে ন্যুব্জ। সন্তানহীন পরিবারে একুশে আগস্টের ভয়াবহ দিনের কথা স্মরণ করে নিরব কান্যা আর হতাশায় নির্বাক। ছেলে মামুনের হত্যাকারীদের বিচার কার্যকর দেখার আশা নিয়ে মৃত্যুর দিনগুনছেন।

 

আপনার মতামত লিখুন :