শাকিব খানের ছবিতে ‘গলি বয়’ তাবীব মাহমুদের গান
প্রকাশিত : ২০ আগস্ট ২০২০
প্রথমবারের মতো চলচ্চিত্রের জন্য গান লিখলেন ‘গলি বয়’ খ্যাত রানাকে নিয়ে আলোচনায় আসা তাবীব মাহমুদ। এবার অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবির টাইটেল গান লিখেছেন তিনি। এর মধ্যে শেষ হয়েছে সুর ও কম্পোজিশনের কাজও। বুধবার (১৯ আগস্ট) তাবীবের সঙ্গে একটি ছবি পোস্ট করে মামুন লেখেন, তাবীবের কথার জাদুতে আমি মুগ্ধ। তাই তাকে দিয়েই লিখে ফেললাম ছবির টাইটেল গান।
গানটিতে ঠোঁট মেলাবেন শাকিব খান। এ বিষয়ে তাবীব মাহমুদ বলেন, অনন্য মামুন ভাই আমাকে একটি প্লট বলেছেন, পরিস্থিতির বর্ণনা করেছেন। তার উপর ভিত্তি করে আমি গানটি লিখে দিয়েছি। তাবীব জানান, এটি মূলত ধর্ষিত একজন নারীকে নিয়ে লেখা। ধর্ষিত নারীকে সমাজে বিরূপ আচরণ ও অবহেলার শিকার হতে হয়, এটাই গানটির প্রেক্ষাপট।