সাঁথিয়ায় গণপরিবহনে ভ্রাম্যমান আদালতে জরিমানা
প্রকাশিত : ২০ আগস্ট ২০২০
বাকী বিল্লাহঃ(সাঁথিয়া-বেড়া) পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে কয়েকটি পরিবহনে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (১৯) আগস্ট সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান।
এ সময় স্বাস্থ্যবিধি না মানায় রোমিও পরিবহনকে ২ হাজার ও অনান্য পরিবহনের যাত্রীদের মাস্ক পরিধান না থাকায় ৭ জনকে ৭শ”টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাঁথিয়া থানার এস আই পিয়াস আল আজাদ ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল রায়হান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি কমাতে গণ-পরিবহনে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছে এবং যাদের মুখে মাস্ক ছিলোনা তাদের একটি করে মাস্ক দেওয়া হয়েছে । সরকারের নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে পরামর্শ দেন তিনি।