বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০

বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ শাখার সৌজন্যে এবং বঙ্গবন্ধু পরিষদ ডেমরা শাখার সহযোগিতায় আজ সকালে আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেমরা, ঢাকায় বন্যা দুর্গত অসহায় গরীব-দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের এর নির্দেশনায় উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ আব্দুল মতিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বাকশাল মহাসচিব কাজী মোঃ জহিরুল কাইয়ুম, গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ড. মোঃ আবুল হাশেম, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রকৌশলী মাইনুর রহমান প্রেস এন্ড মিডিয়া উইং এর আনন্দ কুমার সেন, ডেমরা থানার সভাপতি ভূইয়া মোঃ শহিদ, সিনিয়র সহ-সভাপতি শাদিকুল আলম খোকা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন প্রমুখ।

বক্তরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক গরীব-দুঃখী ও সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের যে কর্মসূচি দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু পরিষদ বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী কর্মসূচি পালন করছে।

 

আপনার মতামত লিখুন :