রাজধানীর পূর্ব বাড্ডায় অগ্নিকান্ড
প্রকাশিত : ১৯ আগস্ট ২০২০
রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা শাহাব উদ্দিনের মোড়ে (জয়বাংলার মোড়) ফ্রেন্ডস টেলিকম নামক দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, প্রাথমিকভাবে তথ্য নিয়ে জানা যায় গতকাল দিবাগত রাত ১২:১০ মিনিটে দোকান বন্ধ করে বাসায় চলে যায় দোকানের মালিক মোঃ শাওন।
কিন্তু হঠাৎ রাত আনুমানিক ১:২৭ মিনিটে এলাকার বাড়ি নির্মাণ কাজের বালু বহন কাজে নিয়োজিত ট্রাকের শ্রমিক, পথচারী ও পার্শবর্তী ফুটপাথের পান দোকানদার সাটার ও টিনের চালের ফাঁকা দিয়ে আগুনের ধোয়া ও ফুলকি বের হতে দেখতে পায় এবং পরবর্তীতে পার্শবর্তী দোকানদার ও এলাকার লোকজনের সহায়তায় দোকানের তালা ভেঙে দেখে দোকানের বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো দোকানটিতে আগুনের লেলিহানশিখা জলছে।
তখন উপস্থিত সকলে বালু দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে যার দরুন আল্লাহর অশেষ রহমতে আশ-পাশের দোকানগুলো ও ঘরবাড়ি ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যায়, অগ্নিকান্ডে বশীভূত হওয়া দোকানটিতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২,২০,০০০/-দুই লক্ষ বিশ হাজার টাকার মত হবে বলে দোকানের মালিক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়।