ছায়াবৃক্ষের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০

আজ ১৭ আগস্ট সোমবার সকাল ১১ টায় ছায়া বৃক্ষের এবছরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনার খালিশপুরস্থ বিআইডিসি রোডের প্রয়াত হাবিবুর রহমান খান এর বাড়িতে গাছ লাগানো এবং জয়নাল আবেদীন কে গাছের চারা প্রধানের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

ছায়া বৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান পরামর্শ, শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

বন ধ্বংস ও শিল্পায়নের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্ব জলবায়ু পরিবর্তন, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা ,খরা, অনিয়মিত বৃষ্টিপাত সহ বিশ্ব আজ নানামুখী পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। যার ফলশ্রুতিতে প্রাণবৈচিত্র্য হুমকির মুখে।পরিবেশ বিপর্যয় এমন পরিস্থিতিতে অক্সিজেন উৎপাদনকারী ও কার্বন ডাই অক্সাইড শোষণকারী হিসেবে গাছের কোন বিকল্প নাই।

এছাড়া মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টির যোগান দাতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গাছ প্রধান অবলম্বন। তাই আসুন সবাই সাধ্যমত গাছ লাগাই এবং টা সংরক্ষণ করি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান সুমন, কামাল মনির, গৌতম হারু, শেখ মনিরুজ্জামান, আশরাফ হোসেন, নাদিম হোসেন, আতিয়ার রহমান রাজু প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :