যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মমভাবে পিটিয়ে তিন কিশোরকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার(১৬ই আগস্ট) বিকালে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোরের নেতৃবৃন্দ এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংশোধনের শিক্ষা না দিয়ে কর্তৃপক্ষ পরিকল্পিত ও নির্মম পৈশাচিকভাবে পিটিয়ে তিন কিশোরকে হত্যা ও ১৫ কিশোরকে মারাত্মক জখম করেছে। এই নির্মম অমানবিক ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়ি ব্যক্তিদের বিচারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলার সভাপতি এ্যাড.আবুল হোসেন,সহসাধারণ সম্পাদক এ্যাড. আমিনুর রহমান হিরু, সিপিবি নেতা মফিজুর রহমান নান্নু,বিথিকা সরকারসহ নেতৃবৃন্দ।