কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে কুয়াকাটা প্রেসক্লাব। এ উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৮টায় জাতীয় ও শোক পতাকা উত্তোলন শেষে প্রেসক্লাব অডিটরিয়ামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ১১টায় প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহিপুর থানা শাখার সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার। কুয়াকাটা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকদের হাতে নিহত জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এছাড়া কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, মহিপুর থানা পুলিশ, মহিপুর থানা যুবলীগ, মহিপুর থানা শাখা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কুয়াকাটা খানাবাদ কলেজ, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ, ধুলাসার আলহাজ্ব জালালউদ্দিন কলেজ, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা লতাচাপলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পৃথক ভাবে ১৫ আগস্টে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে।

 

আপনার মতামত লিখুন :