ভারতের স্বাধীনতা দিবসে হিলিতে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তবর্তী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের কর্মকর্তারা।
এসময় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও বাংলাদেশ হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়েও বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস আলী জানান, শনিবার (১৫ আগস্ট) ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। তারাও আমাদেরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে দুই বাহিনী যেন মিলেমিশে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যেই এ আয়োজন। দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে।