যশোরের শার্শায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় আইয়ুব হোসেন (৩৫) নামে ফেন্সিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগষ্ট) সকালে তাকে যশোর জেলার ঝিকরগাছা থেকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক আইয়ুব হোসেন শার্শা থানাধীন সমন্ধকাটি গ্রামের মৃতঃ আবু তালেবের ছেলে।
পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি আরো বলেন আটক আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।