বিদেশি শ্রমিক নিয়োগ বিষয়ে সুখবর দিল মালয়েশিয়া
প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০
মহামারি করোনা ভাইরাসে সময়ে বিদেশি শ্রমিক নিয়োগে মালয়েশিয়ান সরকার যে সীমা বেঁধে দিয়েছিল, সেটি আর থাকছে না। বৃহস্পতিবার( ১৩ আগস্ট বিকেলে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। গত মাসে মন্ত্রণালয়টি থেকে বলা হয়েছিল, স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান বাড়াতে সব সেক্টরে নির্ধারিত হারে বিদেশি শ্রমিক নিয়োগ দিতে হবে।
মালয়েশিয়ান সরকারের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে ৬৭ হাজার স্থানীয় মানুষ কাজ হারিয়েছেন। বিদেশিদের মধ্যে চাকরি গেছে ৪ হাজার ৭০০ জনের। ‘কিছু নিয়োগদাতা প্রতিষ্ঠান জানিয়েছে তারা প্রয়োজন অনুযায়ী স্থানীয় কর্মী পাচ্ছেন না, তাই বেশ কিছু বিদেশি কর্মী তাদের দরকার,’ মন্ত্রী সারাভানান মুরুগান বিবৃতিতে বলেন, ‘তাদের অনুরোধ মেনে বিধিনিষেধ ওঠানো হল। বিধিনিষেধ ওঠালেও সারাভানান কোম্পানিগুলোকে বেশি বেশি স্থানীয় শ্রমিক নিয়োগের আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ায় প্রায় ২১ লাখ বৈধ বিদেশি শ্রমিক কাজ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, কাজ হারানোর আগে বিদেশি শ্রমিকেরা যে সেক্টরে কাজ করতেন তাদের সেই সেক্টরেই পুনঃনিয়োগ দিতে হবে। বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শ্রমিকদের কভিড-১৯ টেস্ট করাতে হবে এবং সেসব তথ্য দিয়ে ফরম পূরণ করে মালিকদের অবশ্যই প্রথমে পুত্রজায়ায় শ্রমিক অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর ডাকযোগে বা ই-মেইলে আবেদন করতে হবে।