বাধ্যতামূলক করা হলেও মাস্ক ব্যবহার না করায় দিতে হচ্ছে জরিমানা
প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০
সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করলেও অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। কোনো না কোনো অজুহাতে মাস্ক ব্যবহারে অনীহা তাদের। এদিকে, করোনা সংক্রমণ রোধে মাঠে ভ্রাম্যমাণ আদালত লোকজনকে জরিমানা করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় মাস্কের ব্যবহার সংক্রান্ত সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।
এলাকাটিতে আনেকেই ব্যবহার করছেন না মাস্ক। ভ্রাম্যমাণ আদালত লোকজনকে মাস্ক ব্যবহারে সাবধান করছে, অনেককেই করছে জারিমানা। সরকারি নির্দেশনা না মানায় জরিমানা দিয়ে ক্ষুব্ধ অনেকেই। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগও করছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহরিয়ার বলেন,’সরকার যেহেতু মাস্ক পরে বাইরে বেরুনোর নির্দেশনা দিয়েছে, তাই যারা ঘোষণা মানছে না, তাদেরকে আমরা দন্ডবিধির ২৭১ ধারায় জরিমানা করছি। সংক্রমণ রোধে রাজধানীজুড়ে মাস্ক ব্যবহারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত।