শার্শায় মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ১১ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল থানাধীন পুটখালী ইউনিয়নের কানাই খালী খালে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় বাঁধ নির্মান অপসারণ ও এক জন কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(১১ আগষ্ট)সকাল থেকে শার্শা উপজেলা মৎস্য সিনিয়র অফিসার মোঃ আবুল হাসান ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরীর উপস্থিতে মোবাইল কোর্টে পরিচালিত হয়।
এ অভিযানে পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজার থেকে খলসি বাজার কানাই খালী মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪টি বাঁধ অপসারন করা হয়।উক্ত বাঁধ অপসরন করার সময় ১ জনকে পাওয়া গেলে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাটা, জাল ইত্যাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এবিষয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন, উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৪ টি বাঁধ অপসরন করার সময় ১ জনকে পাওয়া যায়, তাকে ২০০০/= জরিমানা করা হয় এবং পাটা, জাল ইত্যাদি পুড়িয়ে বিনষ্ট করা হয়।উপজেলা আইন শৃংখলা কমিটি, শার্শা যশোরকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।