দুই শিশুকে কোলে নিয়ে প্রকাশ্যে এলেন সুশান্তের আরেক বান্ধবী
প্রকাশিত : ১১ আগস্ট ২০২০
সুশান্তের মৃত্যুর পর একেবারেই ভেঙে পড়েছিলেন তার বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। তবে অনেকদিন পর তার হাসিখুশি মুখ দেখতে পেল ভক্তরা। দুই ছোট্ট শিশু কোলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করলেন এই অভিনেত্রী। আবির এবং আবিরা নামে এই দুই শিশু কার তা জানাননি তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এক নতুন জীবনের শুরু। আমাদের পরিবারের বৃত্ত সম্পূর্ণ হল।’
অঙ্কিতার ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা কর্ণ পটেল, ম্রুনাল ঠাকুররা। শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তকুল। অনেকেই অবশ্য অঙ্কিতাকে সরাসরি জিজ্ঞাসা করেছেন, বাচ্চা দু’টি কি অঙ্কিতা-ভিকির? যদি তাই হয়, কবে বিয়ে করলেন তারা?
অঙ্কিতা সে সবের কোনো উত্তর দেননি। তবে সূত্রের খবর, ওই দুই শিশু আসলে ভিকির বোনের ছেলেমেয়ে। খুব শিগগিরই ভিকির সঙ্গে বিয়ে হওয়ার কথা অঙ্কিতার। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্যবসায়ী ভিকির সঙ্গেই সম্পর্কে জড়ান অঙ্কিতা।