গলাচিপায় র্যাব-৮ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ একজন আটক
প্রকাশিত : ১১ আগস্ট ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় র্যাব-৮ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ একজনকে আটক করেছে। উপজেলার রতনদী তলতলী ইউনিয়নের উলানিয়া বাজার থেকে ৫০ কেজি অবৈধ কারেন্ট জালসহ দুলাল চন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্র নাথ (৩২) নামের ১ জনকে গ্রেফতার করেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার সময় অভিযান পরিচালনা করে সাধন চন্দ্রের গোডাউন থেকে উক্ত অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে অবৈধ কারেন্ট জালের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, সিনিয়র এএসপি মো. ইফতেখারুজ্জামান ও এএসপি মো. মাহিদুল হাসানসহ অন্যান্য র্যাব সদস্যরা। পরে র্যাব বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করেন।