কলাপাড়ায় দু’টি মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী জখম
প্রকাশিত : ৯ আগস্ট ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৯আগস্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় দু’টি মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে মো.রনি ফকির (৩০) নামের এক ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। রবিবার দুপুরের দিকে পৌর শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি বাজার থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে ফেরিঘাটে যাচ্ছিলেন। বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল সাথে ধাক্কা লাগে। এতে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পাড়ে যায়। আহত রনি উপজেলার ধানখালী ইউনিয়নের আনন্দ বাজারের মনির ফকিরের ছেলে বলে জানা গেছে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার তনিমা পারভিন রুনা জানান, তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।