কাব্য বিলাসে মুক্তি পেল ‘মনে আছে জোর’
প্রকাশিত : ৯ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : [২] কাব্য বিলাস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে শিশুতোষ গান মনে আছে জোর। সাংবাদিক ও গীতিকার রাহুল রাজ এর কথায় গানে কন্ঠ দিয়েছে কোলকাতার শিশু শিল্পী পারিষা বিশ্বাস।
[৩] গানটি সুর ও সংগীত করেছেন জি. এম আজহার। মডেল হিসাবে অভিনেতা রিগ্ধ ও নবাগত ¯েœহা এর দূরন্তপতা সবার ভাল লাগবে বলে আশা করেছেন পরিচালক কাউসার।
[৪] গীতিকার রাহুল রাজ জানান, শিশুদের জন্য একটি উৎসাহমূলক গান লেখার কথা অনেক দিন থেকে ভাবছিলাম। এমন একটি গান হবে যাতে শিশুদের চেতনাবোধ তৈরি হয়। চলার পথের সব বাঁধা পেরিয়ে সামনে এগিয়ে যাবার মানসিক শক্তি মনে সঞ্চয় করতে পারে। অবশেষে প্রথম অন্তরা লেখি। ‘চোখে আমার স্বপ্ন বড়, মনে আজে জোর, জ্ঞাণের আলো জ্বালবো মোরা, আনবো নতুন ভোর’। গানে শেষের অন্তরার কথা গুলো আমার মনে খুব দাগ কাটে।
[৫] ‘বাধা ছাড়া হয়কি কভু ভাল কোন কাজ, ফুলের মালা পেতে হলে ভুলো ঘৃনা লাজ। কষ্ট করেই ফোটাতে হয়, নতুন কোন ফুল।’ কোলকাতায় শিশু শিল্পী পারিষা বিশ্বাসের কন্ঠে গানটি অন্য আমেজ পেয়েছে। আশারাখি ছোট বড় সবার গানটি ভাল লাগবে।