মুজিবশর্ত বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত মাসব্যাপী বৃক্ষ-রোপন কর্মসূচি
প্রকাশিত : ৯ আগস্ট ২০২০
মুজিবশর্ত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত মাসব্যাপী বৃক্ষ-রোপন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ও শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।
আজ ৯ আগস্ট, ২০২০ইং, রোজ রবিবার, সকাল ১১ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে ডেমরা আমুলিয়া মডেল টাউন ও যাত্রাবাড়ী ওয়াপদা কলোনীতে বৃক্ষ-রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। এসময় আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা মোহাম্মদ ইসলাম, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, এন আই আহমেদ সৈকত, ইঞ্জিঃ মুক্তার চৌধুরী কামাল, ওলিয়ার রহমান ওলি, এবিএম আরিফ, যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, হারুন-অর রশিদ, সৈয়দ আহমেদ, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরিফ পলাশ, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান, সহ-সম্পাদক সাঈদ হাসান শিশির, সদস্য মনির বিশ্বাস, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সালাউদ্দিন আহমেদ, ৭০নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা সহ কেন্দ্রীয়-মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ আসর বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল এবং অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল পরিচালনা করেন- হাফেজ মাওলানা আব্দুল হাকিম।