বেনাপোল নামাজ গ্রাম থেকে ১৮৯ ফেন্সিডিল সহ আটক-২
প্রকাশিত : ৭ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:বেনাপোলের নামাজ গ্রাম এলাকা থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নামাজ গ্রামের সরজিত এর ছেলে নাজিবুর রহমান(নব মুসলিম)৪৬ ও একই গ্রামের মৃত বাবলু হোসেনের ছেলে আলী হোসেন (২০) নামে দুই মাদক বহনকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান, এএসআই আলমগীর হোসেন,কনস্টেবল মহিউদ্দিন, আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন নামাজ গ্রামে অভিযান চালিয়ে ১৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার মাদকসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন উদ্ধার মাদকসহ আসামীদেরকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।