শেখ কামালের জন্মবার্ষিকী গলাচিপায় আ’লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত : ৬ আগস্ট ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শেখ কামালের জন্মবার্ষিকীতে আ’লীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই আগষ্ট) বাদ যোহর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ১৯৭৫ ইং সনের ১৫ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের শহীদানের জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয়। আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, এ্যাডভোকেট শামীম মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, তপন বিশ^াস, আ’লীগ নেতা মাইনুল ইসলাম রনো প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :