আত্রাইয়ে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২০
রওশন আরা পারভীন শিলা, আত্রাই উপজেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান,আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃমোসলেম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল,আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও তারা টিভি নওগাঁ জেলা প্রতিনিধি একেএম কামাল উদ্দিন টগর, মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ক্রিড়া সংগঠক মুক্তি যোদ্ধা আবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারী ্এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় উপজেলার আহসানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যালয় সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।