নারায়ণগঞ্জে আনন্দ ভ্রমণের আড়ালে ইয়াবা পাচার
প্রকাশিত : ৬ আগস্ট ২০২০
আনন্দ ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারের অভিযোগে নারায়ণগঞ্জে তিন তরুণীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১১ জানায়, কক্সবাজার থেকে বড় একটি ইয়াবার চালান মাইক্রোবাসে ঢাকায় এসেছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট এলাকায় চেকপোস্ট বসায় তারা।
এ সময় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় তিন তরুণীসহ ৫ মাদক ব্যবসায়ীকে।
তারা দীর্ঘদিন ধরে আনন্দ ভ্রমণের নামে মাইক্রোবাসে কক্সবাজার থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় ইয়াবা পাচার করছিলো বলে জানায় র্যাব।