গোপালগঞ্জে ভিন্নভাবে শেখ কামালের জন্মদিন পালিত
প্রকাশিত : ৬ আগস্ট ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযোদ্ধা, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭১ তম জম্মবার্ষিকী গোপালগঞ্জে ভিন্নভাবে পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ সুইমিংপুল এ গোপালগঞ্জ আবাহনী ক্লাবের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ জন্মদিন পালিত হয়।
শেখ কামালের ৭১তম জন্মদিন পালন উপলক্ষে গোপালগঞ্জের ৭ টি ফুটবল ক্লাবের শতাধিক ফুটবল খেলোয়ারের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, ফুটবল, মাক্স ও জিবানু নাশক বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ আবাহনী ক্লাবের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী।