কলাপাড়ায় গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপনের উদ্বোধন করলেন এমপি মুহিব
প্রকাশিত : ৪ আগস্ট ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৪ আগষ্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষক লীগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
স্থানীয় দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি।
উপজেলা কৃষক লীগের সভাপতি আখতারুজ্জামান হারুন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড.শহিদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারউদ্দিন আহম্মেদ মাসুম ব্যাপারী, পৌর কৃষক লীগের সভাপতি সৌরভ সিকদার প্রমুখ। এছাড়া এ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।