শোকের মাসের প্রথম দিনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ৪ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু পরিষদ শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিদেবন করে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক এর নির্দেশনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল।
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন ভূইয়া, মোঃ আজিজুল হক, ড. মোঃ জাহাঙ্গীর আলম, হারুন-অর-রশিদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশালের মহাসচিব কাজী মোঃ জহিরুল কাইয়ুমসহ বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতার জন্মশত বার্ষির্কী উপলক্ষে ১০০টি মোমবাতি প্রজ্জলন, ১০০টি গোলাপফুল দিয়ে মুজিববর্ষের কর্মসূচি পালন করা হয়।