মেজর সিনহার মাকে যা বললেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ৪ আগস্ট ২০২০
পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মেজর মো. রাশেদ খানের মা নাসিমা আক্তারকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী সিনহা রাশেদের মাকে ফোন করেন। এ বিষয়ে মেজর সিনাহ’র মা নাসিমা আক্তার সংবাদমাধ্যমকে জানান, সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তিনি আমাকে বলেছেন, ‘আমিও একই পথের পথিক।
আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি। নাসিমা আক্তার বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ছেলেকে ফিরে পাব না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।