যাত্রা শুর করলো অনলাইন সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম সততা অনলাইন বাজার
প্রকাশিত : ৩ আগস্ট ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ৩১শে জুলাই রোজ শুক্রবার বিকেলে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য ফ্রী হোম ডেলিভারী সেবা প্রদানকারী ‘সততা অনলাইন বাজার নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। ডামুড্যা উপজেলা গেট সংলগ্ন পৌর এলাকায় মিলাদ ও দোয়ার মাধ্যমে সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম সততা অনলাইন বাজার শপের শুভ উদ্বোধন করেন দুইজন তরুন উদ্যোক্তা সাংবাদিক ইয়ামিন কাদের নিলয় ও মাহমুদুল হাসান সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরমুক্তি যোদ্ধা হাজী নুরুল ইসলাম বেপারী, বিশিস্ট সাংবাদিক দৈনিক যুগান্তর পএিকার উপজেলা প্রতিনিধি ও ডামুড্যা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, দৈনিক আলোকিত সকাল পএিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রিদয় আহমেদ, দৈনিক সময়ের বাংলাদেশ পএিকার স্টাফ রিপোর্টার ও যুগ্ন সাধারন সম্পাদক জেলা মানবাধিকার সাংবাদিক সংস্থা সাংবাদিক শফিকুল ইসলাম সোহেল, বিশিস্ট ব্যবসায়ী জনাব সাইফুল ইসলাম মাল, নির্বাহী সম্পাদক ডিকে নিউজ জেলা প্রতিনিধি ভারটেকস নিউজ ও বাজার চাই ডট কম এর জোন প্রধান সাংবাদিক মিরাজ সিকদার, দৈনিক ডামুড্যারকন্ঠ পএিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক রিয়াদ মাদবর, দৈনিক কালের কন্ঠ পএিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান, দৈনিক যায় যায় দিন পএিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাৎ হোসেন হিরু, দৈনিক তৃতীয় মাত্রা পএিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ওমর ফারুক, দৈনিক আমাদের শরীয়তপুর পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ, দৈনিক আমাদের শরীয়তপুর পত্রিকার গোসাইরহাট উপজেলা প্রতিনিধি ও গোসাইরহাট অনলাইন বাজার এর উদ্যোক্তা সাংবাদিক রাজু বেপারী, দৈনিক জাগরন পএিকার স্টাফ রিপোর্টার খালেদ হাসান রকি, ডামুড্যা পাইলট বিদ্যালয় এর সহকারী শিক্ষক আইসিটি জনাব ইমরান হোসেন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অর্থ বিষয়ক সম্পাদক ফাহাদ হোসেন,ওয়েপ ডিজাইনার জনাব মামুন হোসেন, হাউজ ম্যানেজার হোটেল ঢাকা গার্ডেন জনাব শাহ আলম, ছাএনেতা এস কে রায়হান,সাবেক ছাএনেতা ডিএম মোজজামেল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সততা অনলাইন বাজার প্লাটফর্মের উদ্যোক্তা সাংবাদিক ইয়ামিন কাদের নিলয় ও মাহমুদুল হাসান সুমন জানান বর্তমান পরিস্থিতিতে মানুষকে সুরক্ষিত সেবা দেওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য, ফ্রী হোম ডেলিভারী সার্ভিসের মাধ্যমে আমাদের নিজস্ব শপ থেকে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সম্পূর্ণ বাজার মূল্যে আমাদের নিজে দায়িত্বে ক্রেতার বাড়ির দুয়ারে আমরা পৌছে দিচ্ছি। সততা অনলাইন বাজার থেকে অনলাইনের মাধ্যমে দৈনন্দিন প্রয়োজনীয় সব পণ্যসামগ্রী, গৃহস্থালি পণ্য,বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানির প্যাকেটজাত পণ্য, শিশুখাদ্য, বিস্কুট, চকলেট, চিপস ,টয়লেট্রিজ সামগ্রী, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই,ডায়াপার, স্যানিটারি প্যাড ইত্যাদি অর্ডার দেওয়ার এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারীতে ক্রেতার বাড়ি পৌঁছে যাবে।
তারা আরো বলেন,উল্লেখ্য এখন অনলাইনের যুগ, এখন আর বেকারত্ব নিয়ে ঘরে বসে থাকার কোন সুযোগ নেই।বর্তমান বাংলাদেশের অনলাইন ব্যবসা ধারনাটি নতুন হলেও তরুণরা এগিয়ে আসছে এ ব্যবসায়।বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সাইবার অপটিক লাইনে সংযুক্ত হওয়ায় ব্রডব্যান্ডের গতি বেড়েছে।ফলে দেশের অনলাইন ব্যবসার টুলস এখন নতুন প্রজন্মের ব্যবসায়ীদের জন্য প্রস্তুত রয়েছে তাই অন্যোর চাকুরীর আশায় বসে না থেকে নিজেরা উদ্যোক্তা হয়ে নিজের ও পাশাপাশি অন্যের কর্মসংস্থানের লক্ষ্যেই আমাদের রয়েছে অনলাইন প্লাটফর্ম।
মোবাইল কল,ফেইসবুক আইডি,পেইজ অথবা ফেসবুক Group ব্যবহার করে যে কোনো গ্রাহক ঘরে বসেই তার পণ্যের অর্ডার করতে পারবে।এছাড়া ও মিলবে যেকোন ইভেন্ট/বিয়ে অনুষ্ঠান/ পিকনিক স্পষ্ট/ (ডামুড্যা-গোসাইরহাট-ঢাকা-গোসাইরহাট-ডামুড্যা)নৌ-পথে লঞ্চ বুকিং/গাড়ি ও বাস সার্ভিস বুকিং।
ফেসবুক পেইজ: www.facebook.com/সততা-অনলাইন-বাজার
ফেসবুক আইডি: https://www.facebook.com/profile.php?id=100053483860285
অর্ডার ও তথ্য জানার জন্য ☎
01914207777
01911962871