বাগেরহাটে ৩০পিস কচ্ছপ পাচারকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার ১
প্রকাশিত : ১ আগস্ট ২০২০
বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে পাচার করার সময় ৩০পিস কচ্ছপসহ পার্থ সাহা (২৪) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকালে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পার্থ সাহা বাগেরহাট শহরের কর্মকারপট্টী এলাকার খোকন সাহার ছেলে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পার্থ সাহা দীর্ঘদিন ধরে এ কচ্ছপ পাচার ও বেচাকেনার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ বলেন, ভোলার চরফ্যাশন এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ পাচার করে বাগেরহাটে আনা হচ্ছে এমন গোপন সংবাদ ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে ৩০পিস সন্ধি কচ্ছপ পার্থ সাহাকে গ্রেফতার করে। এসময় তার তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।