মঠবাড়িয়ার পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী ও সন্তানকে খুন

প্রকাশিত : ৩১ জুলাই ২০২০

পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রী-সন্তানকে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে ধানীসাফা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধানীসাফা গ্রামের ভাঙ্গাপোল ঘরের মধ্যে তাদের খুন করা হয়। শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন অটোচালক আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকুমনি (২৫) ও তাদের একমাত্র কন্যার সন্তান আসফিয়া (৩)।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভিতরে ঢুকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। শুক্রবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ আয়নাল হকের নিজ গৃহের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করে ঝুলিয়ে রাখে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

 

আপনার মতামত লিখুন :