দশমিনায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা প্রতিনিধি ॥ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। দশমিনা উপজেলা নির্বাহী অফিসার(অঃ দাঃ) শাহ্ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি মো. আঃ আজিজ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ”লীগের সহ-সভাপতি কাজী আবুল কালাম, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, থানা ওসি এসএম জালাল উদ্দিন, উপজেলার বিভিন্ন সরকারি বেসকারি কর্মকর্তা কর্মচারী , উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসার প্রধান, পুরোহিত, আইনজীবি, এনজিও প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক প্রতিনিধি অংশ নেয়।
বৈদেশিক কর্মসংস্থানে অংশগ্রহনে নানা প্রসঙ্গ নিয়ে সেমিনারে আলোচনা হয়। কর্মসংস্থান ব্যাংক, যুব উন্নয়ন দপ্তর, কারিগরি দপ্তরকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেয়ার জন্য সেমিনারে আলোচনা হয়। সেমিনারে বিভিন্ন বক্তা আলোচনায় অংশ নেন।