বেনাপোলে বড় ভাইকে গুলি করে হত্যা:ছোট ভাই পিস্তল গুলি ম্যাগজিন ও বার্মিজ সহ গ্রেফতার
প্রকাশিত : ২৯ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: বেনাপোলে ছোট ভাইয়ের পিস্তলের গুলিতে আপন বড় ভাই রাসেল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে ছোট ভাই আমজাদ। ২ ঘন্টা পর হত্যাকারী ছোট ভাই আমজাদ হোসেন(২৫)কে বেনাপোল সাদিপুর গ্রামের একটি খাল থেকে ১ টি ৭.৬৫ বিদেশী পিস্তল,তিন রাউন্ড গুলি,১টি ম্যাগজিন,১টি বার্মিজ চাকু ও তিন বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
বুধবার সকাল ১০ টায় বড় ভাই রাসেলকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এর নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও এএসআই আলমগীর হোসেন সাদিপুর সীমান্তের একটি খাল থেকে তাকে গ্রেফতার করে।
নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, হত্যার দুই ঘন্টা পর আসামী আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তার মামলার সকল কার্যক্রম গুলি অব্যাহত আছে। গ্রেফতার আসামীর নামে বেনাপোল পোর্ট থানায় আরো দুই মামলা রয়েছে।