নিরাপদ জীবন চাই এর উদ্যোগে বিনামূল্যে করোনা প্রতিষোধক হোমিও ঔষধ বিতরণ

প্রকাশিত : ২৮ জুলাই ২০২০

গুলিস্থান সার্জেন্ট আহাদ পুলিশ বক্স রাত ৮টা ৩০মি: এ নিরাপদ জীবন চাই সোসাইটির উদ্যোগে পুলিশ পরিদর্শক (পি.আই) মতিঝিল বিভাগ মো: ইউছুফ আলী চৌধুরী পিপিএম এর কাছে ২০০ পিস করোনা প্রতিষোধক পুলিশ সদস্যদের জন্য তুলে দেন ও বক্তব্য রাখেন নিরাপদ জীবন চাই এর সভাপতি ও গণস্বাস্থ্য হোমিও’র চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার। নিরাপদ জীবন চাই’র সাধারণ সম্পাদক ও স্বপড়ব সেবা হোমিওর চেয়ারম্যান-ডাঃ শামীমা সুমা। জাতীয় সাহিত্য ভুবন এর সাধারণ সম্পাদক, নিরাপদ জীবন চাই এর কার্যকরী সভাপতি হারিচ হাসান সাগর।

আট-ই-ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা মহা সচিব, সোনার বাংলা ফটো সার্ভিস এন্ডনিউজ মিডিয়া লি: এসপিএন ও এসপিএন বাংলা টিভির প্রধান সম্পাদক মোঃ আজিজুল হক মিন্টু। এ বি টিভির চেয়ারম্যান এবং নিরাপদ জীবন চাই’র সহসভাপতি সমির খান স¤্রাট। সহ সাধারণ সম্পাদক- আলহাজ্ব মো: সালাউদ্দিন। কোষাধক্ষ্য মো: আনিছুর রহমান । এ বি টিভির কর্মকর্তা ও নিরাপদ জীবন চাই এর সহ সাধারণ সম্পাদক মো: ইমরান, জনস্বাস্থ্য হোমিওর মো: মাসুম, রনি, প্রমুখ। বিশিষ্ট ক্যান্সার গবেষক, করোনা প্রতিষেধক আবিষ্কারক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার বলেন, এ ঔষধ সেবন করলে করোনাভাইরাসে আμমণ হবেন না।

তিনি আরো বলেন করোনা পজেটিভ থাকলেও তার নেগেটিভ হবে এই ঔষধ সেবন করলে। করোনা পজেটিভ যাদের হয়েছে আমার কাছে আসলে করোনার লক্ষন অনুযায়ী ঔষধ দিলে করোনা সম্পুর্ন রুপে সুস্থ্য হয়ে যাবে ইনশআল্লাহ্। তিনি আরো বলেন করোনা হলে আতঙ্ক হবাব কিছু নেই। করোনা হলে নিজেকে সুরক্ষিত রেখে কাজ করলে ভয়ের কোন কারন নেই। পৃথিবীতে এ পর্যন্ত যত রকমের মহামারি রোগ হয়েছে তাতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কিন্তু পৃথিবী থেকে রোগ বিদায় হয়ে যায় নাই। বিভিনড়ব চিকিৎসা পদ্ধতি ও জনসচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়েছে। করোনা ঠিক তাই পৃথিবী থেকে চলে যাবে না। আমরা সকলে সুরক্ষিত থেকে ও চিকিৎসা নিয়ে নিয়ন্ত্রণে আনতে হবে।

আপনার ভাই হোক, বাবা হোক, মা হোক, বোন বা আত্মীয় স্বজন যেই করোনায় আμান্ত হোক ভয় না পেয়ে নিজেকে সুরক্ষিত রেখে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নিয়ে আসুন। হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্পূর্ন সুস্থ হয়ে ওঠবে। ইসকনের সদস্যরা ও রাজারবাগের পুলিশ সদস্যরা করোনা থেকে হোমিও খেয়ে সুস্থ হয়েছেন। গণস্বাস্থ্য হোমিও ও স্বপড়বসেবা হোমিও এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে করোনা প্রতিষেধক খাওয়ানো হয়েছে। তাদের মধ্যে কেউ এখনও করোনা পজিটিভ আসেনি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করবো করোনা প্রতিষেধক দেশের সর্বস্থরে ছড়িয়ে দিলে এবং এই ঔষধ ১ফোঁটা করে দিনে ৩ বার ৬ দিন খাওয়ানো হলে ৩০ দিন পর্যন্ত আμমণ হবেন না। এই ভাবে ঔষধ সেবন করলে আমাদের বাংলাদেশে কোন করোনা ভাইরাসের সংμমন থাকবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্টপোষকতা পেলে আমরা এই কাজটি চালিয়ে যেতে পারি।

আমাদের সদস্যদের সীমিত অর্থ দিয়ে এই ফ্রী ক্যাম্পেইন চালিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ ও দাবী জানাচ্ছি সরকারের পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগীতা পেলে আমরা আরো ব্যাপক ভাবে সারা দেশে করোনা প্রতিষেধক ছড়িয়ে দিতে পারব। পুলিশ পরিদর্শক (পি.আই) মো: ইউছুফ আলী চৌধুরী পিপিএম বলেন বর্তমানে করোনা মহামারিতে আমরা পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে জনগণের সেবা করে আসছি। এই সময় গণস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে আমাদেরকে করোনা প্রতিষেধক দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

আপনার মতামত লিখুন :