কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী টিটিসির (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) সিনিয়র ইনষ্ট্রাক্টর আল-আমিন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী টিটিসির (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) টিটিসির সিনিয়র কর্মকর্তা আবু নোমান নাছের জামাল, জেলা জনশক্তি জরীপ কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম প্রমুখ। এসময় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ১৯৭৬ সালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি) প্রতিষ্ঠা হবার পর বাংলাদেশী কর্মীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কেউ চাইলে প্রতিটা উপজেলা থেকে ট্রেনিং সম্পন্ন করে সরকারীভাবে বিদেশ যেতে পারে।

 

আপনার মতামত লিখুন :