হবিগঞ্জের সর্বত্র কর্মকারদের ব্যবসা মন্ধা, নেই টং টং শব্দ

প্রকাশিত : ২৮ জুলাই ২০২০

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে রয়েছে শত শত কর্মকার,কিন্তু প্রতিবছরের মত কর্মকারদের আশা ছিল ঈদুল আযজা উপলক্ষে লকডাউনের ক্ষতি পোশুয়ে নেবে কিন্তু বিধির বাম বন্যা আর করোনার তান্ডবে এই বছরে ঈদের আনন্দ ভাটা পরেছে সকল শ্রণির মানুষদের মধ্যে।

তাই কোরবানির সংখ্যা কমে যাওয়ায় কর্মকারদের কাজ কমে গেছে,কমে গেছে ব্যবসা, তাই প্রায় বসে বসে সময় পার করতে হয়েছে।কর্মকারদের সাথে আলাপ করে জানা যায়,প্রতি বছর ঈদুল আযহার ঈদ আসলে ঈদের ১৫ দিন পূর্বে থেকেই নতুন দা,বটি চাকু বানানো আর পুরাতন জিনিষ সান দিতে দিতে হাফিয়ে উটতে হয়।

পাশাপাশি দুই তিন জন লোক অতিরিক্ত কাটাতে হয়,অথচ এই ঈদে একা একজনে ঠিকমত কাজ পাচ্ছিনা।নেই আগের মত টং টং শব্দ।লকডাউন কালীন লছ পোশানোত দূরের কথা নিয়মিত রোজগারটাও হচ্ছেনা। এহেন অবস্থায় মাথায় হাত দেয়া ছাড়া আর কিছুই করার নেই।

 

আপনার মতামত লিখুন :