আত্রাইয়ে পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু
প্রকাশিত : ২৭ জুলাই ২০২০
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে হালিমা ও হাবিবা (২) নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুটকিগাছা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই বোন ওই গ্রামের মোতাহার হোসেনের মেয়ে।
জানা গেছে, ওই দিন সন্ধ্যায় জমজ দুই বোন বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এসময় সবার অজান্তে বাড়ির নিচে বন্যার পানিতে পরে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায় ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে স্বজনরা। এ ব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আক্কাছ আলী জানান, ঘটনাটি আমি মোবাইল ফোনে শুনেছি।