শরীয়তপুর ৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এম.পির ঐচ্ছিক তহবিল হতে অনুদান মঞ্জুরির চেক প্রদান
প্রকাশিত : ২৭ জুলাই ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় শরীয়তপুর ৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এম.পির ঐচ্ছিক তহবিল হতে ৪৭ জনকে ৫ হাজার টাকার অনুদান মঞ্জুরির চেক প্রদান করা হয়৷ রবিবার ২৬ জুলাই সকাল ১১ টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্তজা আল মুঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার,ডামুড্যা পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বাচ্চু ছৈয়ালসহ আরো অন্যান্য নেতাকর্মী।