বাগেরহাটে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড
প্রকাশিত : ২৭ জুলাই ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের চিতলমারীতে সরকারি নির্দেশ অমান্য ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত ১৫ জনকে অর্থদন্ড দিয়েছেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অর্থদন্ডাদেশ দেন। রবিবার দুপুরে উপজেলার শহীদ মিনার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
চিতলমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সরকারি নির্দেশ অমান্য ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ জনকে ৪ হাজার ২৫০ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সেই সাথে তাদেরকে বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।