বন্যার পানিতে ভেসে গেছে লাখাইর এক মাছ চাষীর দুই বছরের স্বপ্ন

প্রকাশিত : ২৬ জুলাই ২০২০

গত কয়দিনের বর্ষণ আর পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে ভেসে গেছে লাখাইর এক মাছ চাষীর দুই বছরের লালিত স্বপ্ন।উপজেলার তেঘরিয়া গ্রামে দুই একর জামিতে কষ্টেগড়া ফিশারিটি বানের পানির তােৱে পাড় ভেঙ্গে তলিয়ে গেছে। এতে করে দুই বছরের লালিত ফিশারী ৮ প্রজাতির লক্ষাদিক টাকার মাছ ভেসে গেছে। গত দুই বছর যাবত ফিশারীটি সযত্নে গড়ে ছিলেন লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মৃতঃ হাসন আলীর পুত্র বাবু মিয়া।

সরেজমিনে বাবু মিয়ার সাথে আলাপ কালে তিনি যানান, কটোর পরিশ্রমে ভাগ্য পরিবর্তনের আশায় গড়ে ছিলেন মাছের ফিশারীটি এবং রুই, কাতলা সিলভার, গইন্না, কারফু মিরকা সরপুটিসহ বিগ্রেড মাছ চাষ করেছিলেন। গত দুই বছর ধরে সফলতার আশায় ফিশারীর পরিচর্চা করে আসছেন এবং চাষের কোন মাছই বিক্রি করেননি এপর্যন্ত। কিন্তু আকস্মিক ভাবে পানি বেড়ে যাওয়ায় তছনছ হয়ে গেছে দীর্ঘদিনের স্বপ্ন, পানিতে ভেসে গেছে লালিত মাছগুলাে।

ফিশারীটি ডুবে যাওয়ায় প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির ফলে এখন তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই বলে তিনি উল্লেখ করেন।

 

আপনার মতামত লিখুন :