হবিগঞ্জেরর নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল রাখায় দোকানীকে জরিমানা
প্রকাশিত : ২৬ জুলাই ২০২০
ফরিদ আহমদ শিকদার হবিগঞ্জ: নিয়মমাফিক উপজেলা প্রশাসন কর্তৃক জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের অভিযান চালানো হয়। উক্ত অভিযানে এক ব্যবসায় প্রতিষ্ঠান হতে প্রায় ১ কেজি পরিমাণ কারেন্ট জাল আটক করে জব্দ করা হয়।
অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে ঐ ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করা হয় এবং মাধবপুর এলাকার- বড় ভাকৈর এলাকার দুলিয়া বিলে কারেন্ট জাল উদ্ধারের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দুলিয়া বিল হতে প্রায় ৬০০০ মিটার কারেন্ট জাল আটক করা হয়।আটককৃত সকল জাল আগুন পুড়িয়ে ধ্বংস করা হয় এবং স্থানীয় জেলেদের পরবর্তিতে এই অবৈদ পেশায় না জরানোর জন্য সতর্ক করা হয়েছে।