শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটে দুই ট্রাকের চাপায় হেল্পারের করুণ মৃত্যু
প্রকাশিত : ২৪ জুলাই ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুর থানার নরসিংহপুর ফেরীঘাট (শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাট) এ দুটি ট্রাক চাপায় মজিবর রহমান সরকার(৩৫) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। আজ সকাল ৬টার দিকে শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটেরর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহত মজিবুর সরকারের বাড়ি সাতক্ষীরা জেলা সদরে। এ দুর্ঘটনায় নিহতের চাচতো ভাই বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ সম্পর্কে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক এনাম বলেন, শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটে দুটি ট্রাকে চাপায় মজিবর রহমান নামে একজন মারা যায়। পরে তাদের উদ্ধার করে মর্গে প্রেরণ করি।
উল্লেখ্য লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ঘটনা স্থল থেকে ট্রাক ড্রাইভারকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।