বন্যার ভয়াবহ রূপ, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

প্রকাশিত : ২৪ জুলাই ২০২০

উজানের পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। প্রায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে বিভিন্ন দেশের নতুন নতুন অঞ্চল। ভাঙছে সড়ক, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান। আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। ত্রাণের জন্য হাহাকার করছে বানভাসি মানুষ। এদিকে বানের পানিতে তলিয়ে গেছে সরাইল-অরূয়াইল সড়ক। এতে ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওদিকে বন্যায় নতুন করে প্লাবিত হচ্ছে অষ্টগ্রামের একের পর এক বাড়িঘর।

ভাঙছে সদ্য নির্মিত রাস্তা। জামালপুরে তৃতীয় বারের মতো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনার পানি বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৯৭ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মাদারীপুরের চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে ছুটে যাচ্ছে চরাঞ্চলের অসংখ্য মানুষ। এছাড়াও পানিবন্দি হয়ে পরেছে হাজার হাজার মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে চরাঞ্চলের মানুষেরা।

মেঘনার তীব্র ভাঙনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাক্ষুসে মেঘনা ইতিমধ্যে গিলে খেয়েছে চরকালকিনি, সাহেবেরহাট, চরফলকন ও পাটারিরহাট ইউনিয়নের ৩৬ ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ড। গঙ্গাচড়ায় তিনশতাধিক বাড়িঘর তিস্তায় বিলীন হয়ে গেছে। বাংলাদেশে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এবারের বন্যাই সব থেকে বেশি সময় ধরে স্থায়ী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বা ওসিএইচএ তাদের নিয়মিত ব্রিফিংয়ে এ আশঙ্কার কথা জানিয়েছে।

আপনার মতামত লিখুন :