নারী উদ্যোক্তা উন্নয়ন বুটিকস ও বিউটি পার্লার এসোসিয়েশনের বনভোজন
প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ নারী উদ্যোক্তা উন্নয়ন বুটিকস ও বিউটি পার্লার এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের স্বতঃপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলা পরিনত হয়।
এরপর এসোসিয়েশনের ব্যাবস্থাপনায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। সেই সঙ্গে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। দিনব্যাপী এ আয়োজনে এসোসিয়েশনের সদস্যদের অংশগ্রহণে রাফেল ড্র, খেলাধুলা, নাচ, গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়েজন করা হয়। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা উন্নয়ন বুটিকস ও বিউটি পার্লার এসোসিয়েশনের সভাপতি শাপলা ইসলাম, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার পপি, সহ-সভাপতি নাসিমা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।