বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চাটখিল উপজেলার সভাপতি হলেন ইব্রাহিম খলিল পরান
প্রকাশিত : ২৪ জুলাই ২০২০
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চাটখিল উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন ইব্রাহিম খলিল পরান। গত বৃহস্পতিবার ২২ জুলাই বুধবার চাটখিল অডিটোরিয়ামে সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ নোয়াখালী জেলার সভাপতি পাভেল চৌধুরী এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ মিন্টুর সাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং ৪১ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপজেলার নব-নির্বাচিত সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো সমাজের অন্যায় মিথ্যে রাজনীতি পরিহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ তৈরী করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী ও চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলায়েত।