বাগেরহাটে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার উদ্ধোধন

প্রকাশিত : ২৪ জুলাই ২০২০

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার উপজেলার বারইখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণার এর শুভ উদ্ধোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই আলম বাচ্চু কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্ণারের উদ্ধোধন করেন।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আফরোজা পারভিন। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গাছের চারা রোপন করা হয়।

 

আপনার মতামত লিখুন :