ডামুড্যায় শুভ সংঘের উদ্দোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার
প্রকাশিত : ২৩ জুলাই ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় কালের কন্ঠের শুভ সংঘের উদ্দোগে শুভ কাজে সবার পাশে এই স্লোগানে ২১ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের কন্ঠ ডামুড্যা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্তজা আল মুঈদ ও ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
এ সময়ে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার শুভ সংঘের সভাপতি ফজলে রাব্বি, ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকন, শুভ সংঘের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা, প্রচার সম্পাদক কালাম, সাংবাদিক মোঃ ওমর ফারুকসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।