শিশুকে ধর্ষণের পর গাছে ঝুলে ‘ধর্ষকের আত্মহত্যা’
প্রকাশিত : ২৩ জুলাই ২০২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কালাম শাহ (৬৫) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শৈলকুপার থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিষ্ণুদিয়া গ্রামের কালাম শাহ’র মৃতদেহ গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বুধবার (২২ জুলাই) দুপুরে কালাম শাহ তার প্রতিবেশী ৬ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে তার মা ছুটে এলে কালাম শাহ পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক ছিল কালাম শাহ।