পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ৫লাখ নগদ অর্থ,৩৩টি হুইল চেয়ার এবং মৎস্য উপকরন বিতরন করেন সাংসদ শেখ আফিল উদ্দিন
প্রকাশিত : ২৩ জুলাই ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে ৮৫ যশোর-১শার্শা আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্ধকৃত ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকা উপকারভোগীদের মাঝে বিতরন করে দিয়েছেন।একই সাথে ৩৩ টি হুইল চেয়ার প্রতিবন্ধিদের মাঝে বিতরন করেন এমপি শেখ আফিল উদ্দিন। পরে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ উপকরণ বিতরণ ও মাছ অবমুক্ত করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ শার্শা আসনের বার বার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল ওহাব,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা থানার ওসি বদরুল আলম খান,বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার সহ উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ৷