খদ্দেরকে মদ খাইয়ে সব লুটে নিলেন যৌনকর্মীরা!
প্রকাশিত : ২২ জুলাই ২০২০
খদ্দেরকে জোরপূর্বক মদ পান করিয়ে তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে যৌনকর্মীদের বিরুদ্ধে। এক লাখ পাঁচ হাজার শিলিং আত্মসাতের অভিযোগে কেনিয়ার রাজধানী নাইরোবির পার্শ্ববর্তী এনগারা পুলিশ আট নারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই যৌনকর্মীরা জানিয়েছেন, গেল ১৮ জুলাই তারা এক ব্যক্তিকে মদ পান করিয়েছিলেন। ওই ব্যক্তি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আদালতে শুনানির সময় পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি যৌনকর্মীদের ভবনে গিয়ে একটি কক্ষে আট নারীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই নারীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কনডম, জেলি, সেক্স টয়সহ নানা উপকরণ জব্দ করা হয়। সূত্র: স্টার