পাঁচতলার কার্নিশ থেকে পড়েও যেভাবে বেঁচে গেল শিশুটি (ভিডিও)
প্রকাশিত : ২১ জুলাই ২০২০
চীনের জিয়াংসু প্রদেশের হুয়াইয়ান শহরের একটি ভবনের পাঁচতলার কার্নিশ থেকে একটি শিশুটি পড়ে গেলেও স্থানীয়দের কারণে প্রাণে বেঁচে গেছে সে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট শুক্রবার জানিয়েছে, কার্নিশ থেকে নিচে পড়তে পড়তেই এক ব্যক্তি শিশুটিকে লুফে নেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ওই শিশুটি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কার্নিশে শিশুটি ঝুলছিল। বিষয়টি নজরে আসার পর এলাকার লোকজন নির্দিষ্ট একটি স্থানে কম্বল বিছিয়ে দেন, যাতে শিশুটি পড়ে গেলেও প্রাণে বেঁচে যায়। এর মধ্যেই কার্নিশ থেকে শিশুটির হাত ফসকে যায়। শূন্যে ভাসতে ভাসতে নিচে পড়ে যাওয়ার সময়ই এক ব্যক্তি শিশুটি ধেরে ফেলেন।